আমার রক্তে তোমার প্রাণ, মানবতার জয়গান’, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’, ‘নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন’
খড়রিয়া ইয়াং স্টার ক্লাবের ক্যাশিয়ার মোঃ নাজমুল ইসলাম মারুফ ও সদস্য মোঃ রাজন মোল্লা রক্তদান করে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এই সময় ক্লাবের সভাপতি মোঃ নাজমুল হাসান বাবু জানান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে দেখা যায়, দেশে মুমূর্ষু রোগীদের বাঁচাতে বছরে প্রয়োজন প্রায় ৯ লাখ ব্যাগ রক্ত। অথচ গত বছর সংগৃহীত হয়েছে প্রায় ৭ লাখ ব্যাগ রক্ত। অর্থাৎ চাহিদার ২ লাখ ব্যাগ রক্ত কম ৷
আর এই রক্তের মাত্র ৩০ ভাগ স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। বাকি ৭০ ভাগ রক্ত রোগীর আত্মীয়-স্বজনরা দিয়ে থাকে।
এতে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তার গ্রুপ অনুযায়ী তাত্ক্ষণিকভাবে রক্ত না দেওয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটে।
তাছাড়া কঠিন সব রোগে যাদের রক্ত দেওয়ার মতো কাছের কোনো লোক থাকে না। তারাও ভয়াবহ সমস্যার সম্মুখীন হন I তিনি আরো জানান জরুরী প্রয়োজনে সেচ্ছাসেবী রক্তদাতা ভাই ও বোনেরা এগিয়ে আসুন
💁রোগীর সমস্যা👉:
ব্লাড ক্যান্সার
🔴রক্তের গ্রুপ👉:(A+)
💉রক্তের পরিমাণ👉: ২ ব্যাগ
📆রক্তদানের তারিখ👉: 11-09-2021(আজ )
⌚রক্তদানের সময় :
সকল ১০০০ ঘটিকা
🏥রক্তদানের স্থান👉: হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার
☎যোগাযোগঃ ০১৯২৪২২৫৫০৭
0 Comments