বেনাপোল 24 নিউজ:
যশোরের কেশবপুর থানারধীন অভিযানে ৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও প্রাইভেটকার আটক করেছে Rab-6
২৩/৯/২০২১ তারিখে
গোপন সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার, আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামী ১. মোঃ ইয়াকুব খান (৩২) ২. মোঃ ইকরামুল হক (২০) ৩. শিমুল টিকাদার (২৫)ও প্রাইভেটকার বহনকৃত অবস্থায় তাদেরকে আটক করে৷
গ্রেফতারকৃত আসামী ও আলামত সমূহ সংশ্লিষ্ট তাদেরকে আদালতে পাঠানো হবে ৷
0 Comments