বেনাপোল ২৪ নিউজঃ
যশোরের শার্শা থানাধীন চৌগাছা এলাকা থেকে শহিদুল ইসলাম এর মুদি দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হতে
৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই জনকে আটক করেছেন ,জেলা গোয়েন্দা শাখা (ডিবি)যশোর
সোমবার ২৭/০৯/২০২১বিকাল ৪টা ৪০মিনিটে ডিবি এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শাথানা চৌগাছা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৷
তাদেরকে ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে৷ উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৯৫,০০০/=টাকা।
আসামী
মাদক ব্যবসায়ী (১) ইয়াছিন (৪৬), পিতা- খোরশেদ আলম, চাচঁড়া রায়পাড়া, (২) আশরাফুল ইসলাম (৩৮), পিতা- আঃ মাজেদ বিশ্বাস,হুদাফতেপুর,
আসামী ইয়াছিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ০৩ টা মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্ত থানায় নিয়মিত মামলা রুজুকরে তাদেরকে আদালতে পাঠানো হবে।
0 Comments