ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর তৃতীয় শ্রেনির সেতু সাড়ে ১৬ ফুট নিচু হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র ৫ সদস্যর তদন্ত টিম জানিয়েছেন।
বেনাপোল ২৪ নিউজ:
গত ৬ সেপ্টেম্বর বাঅনৌপক ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যেমে ৫ সদস্যর তদন্ত কমিটি সোমবার দিনভর সরেজমিনে তদন্তপূর্বক এই তথ্য দিয়েছেন।
জানাগেছে, বিআইডব্লিউটি এর অনুমতি ছাড়াই নকশা পরিবর্তন করে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর সেতু নির্মান করা হচ্ছে। অর্ধেক অংশের সেতু নির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
সেতুটি নিচু হওয়ায় স্থানীয় এলাকাবাসি, বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলন সংগ্রাম ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার প্রচারনাও হচ্ছে বেশ কিছুদিন ধরে। ইতিমধ্যে বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের একটি তদন্তটিম সরেজমিনে পরিদর্শনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার দ্বিতীয় দফায় দিনভর বিআইডব্লিউটিএ’র (নৌ-সওপ) দক্ষিন ব-দ্বীপ শাখা (বাঅনৈৗপক) খুলনার যুগ্ম-পরিচালক মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যর পৃথক তদন্ত কমিটি সরেজমিনে এসে তদন্ত করেছেন। দীর্ঘ তদন্ত শেষে উক্ত সেতু ২০১৮ সালের গেজেটে অনুযায়ী প্রায় সাড়ে ১৬ ফুট নিচু রয়েছে মর্মে লাল দাগ দিয়েছেন তদন্তটিম।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএ’র (নৌ-সওপ) দক্ষিন ব-দ্বীপ শাখা (বাঅনৈৗপক) খুলনার যুগ্ম-পরিচালক মোঃ আশরাফ হোসেন জানিয়েছেন, সরকারী সর্বশেষ গেজেটানুযায়ী কপোতাক্ষ নদের উপর তৃতীয় শ্রেনির সেতু নির্মান করতে হলে নদ-নদী আইনে ওয়াটার লেবেল থেকে ৭.৬২ মিটার অর্থাৎ ২৫ ফুট উচ্চতা থাকতে হবে।
কিন্তু তাদের তদন্তটিম ২৫ ফুটের স্থলে ৪.৮৩ মিটার অর্থাৎ সাড়ে ৮/ ফুট পেয়েছেন বলে জানিয়েছেন।
এসময় তদন্ত টিমের সাথে উপস্থিত ছিলেন, ব-দ্বীপ শাখা (বাঅনৈৗপক) খুলনা নদী বন্দরের সহকারী উপ-পরিচালক দিপক কুমার ঘোষ, খুলনা ডিভিশনের বাঅনৈৗপক নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ঢাকা নৌ-সওপ বিভাগের সার্ভেয়ার মোঃ শাহ্আলম, হাইড্রোগ্রাফি বিভাগের উপ-সহকারী পরিচালক (জরিপ) তপন সিকদার। এসময় সড়ক ও জনপথ বিভাগের ডিআরই কন্স্যালটেন্ট আহম্মদ আলী, ঝিকরগাছা সেতু বাস্তবায়ন আন্দোলন কমিটির উপদেষ্টা এ কে এম আমানুল কাদির টুল্লু, আহবায়ক মাস্টার আশরাফুজ্জামান বাবু, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, পল্লী বিদ্যূৎ সমিতির সাবেক পরিচালক তৌফিক আলম স্বপন, সাপ্তাহিক নিশান পত্রিকার সম্পাদক নুরুল্লাহ খান রুমিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments