Header Ads Widget

যশোরের শার্শা কাজিরবেড় গ্রাম থেকে যুবকের পোড়া দেহ উদ্ধার



 অফিস নিউজ: 


 শার্শা উপজেলায় পরকীয়া প্রেমে মনিরুজ্জামান (৪০) নামে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বিথি খাতুন  (৩০)


শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার কাজিরবেড় গ্রামের একটি বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত মনিরুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে। আটক নারী ঝিনাইদহ সদরের পশ্চিম নারানপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। বর্তমানে তিনি শার্শার কাজিরবেড় গ্রামের একটি ভাড়া বাড়িতে স্বামীর সাথে থাকেন।


বাড়ির মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোরে পোড়া গন্ধ পেয়ে তিনি নিচের তলায় নেমে এসে দেখেন তার মোটরসাইকেলটি পুড়ে গেছে এবং মোটরসাইকেলের নিচে এক যুবক পড়ে আছে। তার সমস্ত দেহ আগুনে পুড়ে গেছে। পরে তিনি ভাড়াটিয়া  বিথিকে ডেকে ঘটনা জানতে চান। প্রথমে তিনি অস্বীকার করলেও এক পর্যায়ে শিকার করে ছেলেটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে ছেলেটি নানাভাবে প্রতারণা করেছে। এতে বিথি তার স্বামীর অনুপস্থিতিতে মনিরুজ্জামানকে বাড়িতে ডেকে প্রতিশোধ নিতে রাতে ঘুরের ঔষুধ সেবন করিয়ে অজ্ঞান করে। পরে ঘরের বারান্দায় থাকা মোটরসাইকেল দিয়ে তাকে চাপা দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে  মনিরুজ্জামান মারা যায়। বিষয়টি সিরাজুল পুলিশকে জানালে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার ও বিথিকে আটক করে পুলিশ।


যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (নাভরণ সার্কেল) জুয়েল ইমরান জানান, এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিকভাবে বলা যায় পরকীয়া প্রেমে এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে

Post a Comment

0 Comments