Header Ads Widget

যশোরের শার্শা একদিন বয়সের নবজাতক চুরি যাওয়া শিশুটি উদ্ধার।



 বেনাপোল ২৪ নিউজঃ

পিবিআই কর্তৃক শার্শা থানাধীন উত্তর বুরুজবাগান গ্রামস্থ নাভারণ  ক্লিনিক হতে চুরি যাওয়া নবজাতক শিশু উদ্ধার।করেছেন পিবিআই ৷ 

 ইং ০৯/০৯/২০২১ তারিখ দুপুর ২.২০ মিনিটে মধ্যে যে অগোচরে উত্তর বুরুজবাগান গ্রামস্থ নাভারণ ক্লিনিকের বেড থেকে ০১ (এক) দিন বয়সের নবজাতক চুরি হয়ে যায়।

যশোরের পিবিআই জেলা পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ পিবিআই যশোর জেলার আভিযানিক দল কর্তৃক টানা অভিযান পরিচালনার মাধ্যমে অদ্য ২৮/৯/২০২১ তারিখ যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বাকড়া এলাকা থেকে উক্ত চুরি যাওয়া নবজাতক শিশুটি  উদ্ধার করেছে যশোরের পিবিআই 

উক্ত নবজাতক চুরি যাওয়া সংক্রান্তে যশোর জেলার শার্শা থানার মামলা হয়েছে ,মামলা নং-১৪, তারিখ-০৯/৯/২০১ খ্রিঃ, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১০(২) রুজু হয়। চুরির ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments