![]() |
কবিতা
অদেখা
লেখক
সাঈদ
--------------------------------
দীর্ঘশ্বাস গুলো হচ্চে ভারী
এক আধটা জীবন বড্ডো অনাহারী
বসে আছি ভীষন আধারে
যদি বেজে উঠি কাটা গিটারের তারে!
যদি সন্ধ্যে নামে দীঘির পাড়ে
তবে ধরবে কি হাত হাতের উপরে!
মাইকের শব্দে শুনে ধুপ করে
আমিও কি চলে যাবো খুব ভোরে?
আমায় লাগছে বড্ডো একা
থাকুক কিছুটা তোমায় অদেখা!
নিয়েছি নিকোটিন বুক ভোরে
এবার আমিও বাচবো খুব করে
প্রেরক ঃ সাঈদ
যশোর বেনাপোল
1 Comments
Amazing 😻
ReplyDelete