Header Ads Widget

শার্শা থানাধীন ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১




বেনাপোল ২৪ নিউজঃ

যশোরের শার্শা থানাধীন বসতপুর গ্রামস্থ গোগাটু সাতমাইল রোডে নতুন কবর স্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সাহ তাকে আটক করে ৷

ইং- ২৫/০৯/২০২১ তারিখ ০৯.২০ সময় শনিবার সাতমাইল রোডে নতুন কবর স্থানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করে শার্শা থানার পুলিশ৷


আটককৃত হলো ১. মোঃ মনিরুজ্জামান মনির (৩৭), পিতা-মৃত আইয়ুব আলী গাজী, সাং-রুদ্রপুর, গ্রামের বাসিন্দা


এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বদরুল আলম খান জানান I

গ্রেফতারকৃত আসামী ও আলামত সমূহ সংশ্লিষ্ট তাদেরকে আদালতে পাঠানো হবে ৷


Post a Comment

0 Comments