কি এমন একটা শিরোনাম দেখে নিশ্চয় মনে হতে পারে একটু নেহাতি বাড়াবাড়ি করে ফেললাম তবে তা কিন্তুু মোটেও না।
প্রতিবেদক: আবু সাঈদ
একদমই বাড়াবাড়ি না যতটুকু শব্দ আমার জানা আছে তা দিয়ে তাকে কখনো মাপা যাবে না।
এইতো বেশ কিছু দিন আগে ও যখন সবাই বলছিলো রোনালদো ফুরিয়ে গেছে তখনই রোনালদোর ওল্ড ট্ররাফিডে রাজকীয় প্রত্যাবর্তন। আলেকজেন্ডারের মতো তাকে ও বলা যায় আসলেন দেখলেন জয় করলেন রোনালদো যেন এক দ্বিগবিজয়ী।
দেখুন একটা পুরো জেনারেশনের কাছে একটা ভীষন অনুপ্রেরনা। যদি আআর্জেন্টিনার কথা বলা হয় তাহলে কেউ বলবে ম্যারোডোনা কেউবা বলবে মেসিই সেরা,যদি ব্রাজিলের কথা বলা হয় সেখানে একের পর এক কিংবদন্তির ভীড়ে নেইমারের নামে সেরা পাচে না রাখলেক অবাক হবো না, ফ্রান্সের এমবাপ্পে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও জিদানের সাথে তুলনা করা একেবারেই সাজে না।
কিন্তু রোনালদোর কথা বললে একবারেই সবাই রোনালদোর কথা বলবে।
প্রথমত তার হেটাররাও বলবে সে দারুন ফিনিশার, স্কিলে তার কমতি নেই,পিজিকাল এবিলিটি ডিফেন্সারের চাইতে কম নয়, হেডারে সে বিশ্বসেরা,পেনাল্টি তার কাছেও নেই প্লে মেকিং গোটা কয়েক জনকে বাদ রাখলে সেরাদের কাতারেই থাকবে।
এফ সি পর্তো থেকে দলে ভেড়ায় ম্যান ইউ সেখানে সে লিগ শিরোপার সাথে সাথে জয় করেন চ্যাম্পিয়নস লিগও সেখানে খুব দারুন সময় যাচ্চিলো এই তরুনের তবে তাতে কি আর মন ভরে।ব্যালন ডি আর মন ভরাতে পারি নি।রিয়ালে তার অর্জনের খাতাগুলো সবারই জানা।তাকে শতকের সেরা পুরস্কার দেওয়া হচ্চে এতো কিংবদন্তির মাঝে বিশ্বকাপ জয় না করা রোনালদো?
তিনি এ শব্দাদীর সেরা তার জন্য পিছিয়ে ফেলেছে তার চির প্রতিদ্বন্দ্বি সদ্য জয়ী নেসি তার আইডল ব্রাজিলিয়ান রোনালডো,রোনালদিনহো,নেইমার, টমাস মুলারদের মতো তারকা ফুটবলারদের।
এ প্রশ্নের উত্তর একটা তিনি একটি দেশের সেরা খেলায়োড় একটি দেশের নামই যেন তার সাথে জড়িয়ে আছে।
রোনালদো সর্বকালের সেরা গোলদাতা বর্তমান সময়ে তার গোল সংখ্যা ১১১ আলী দায়ীর রেকর্ড ভাঙার দিনে তার সমালোচার শেষ ছিল না।
সমোলচকদের চোখে পেনালডো বলে পরিচিত রেনালদো তার শেষ আন্তজার্তিক ম্যাচে পপনালটি টাই মিস করলেন।
কিন্তুু শেষের মুহুর্তে দু দুটি হেডার দিয়ে এ যাত্রায় বাচিয়ে দিলেন।রোনালদো কে শতাব্দী সেরা ফুটবলার বলতে খুব দ্বিধা নেই।
0 Comments