Header Ads Widget

শার্শা উপজেলা পশ্চিম কোটা গ্রামস্থ এলাকা থেকে ১৮৫০ পিস ইয়াবা আটক৷



মোঃশাফায়েত সবুজ বেনাপোল প্রতিনিধিঃ

শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামস্থ রাইস মিল এলাকা থেকে ১৮৫০ পিস ইয়াবা,০৩টি মোবাইল ফোন ও নগদ ১৭৫০০(সতেরো হাজার পাঁচশত) টাকা সহ মোঃ ইসমাইল সরদার(৫৪) নামের এক মাদক বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব- ৬(সাতক্ষীরা কোম্পানী) এর সদস্যবৃন্দ।

তার বাড়ী শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামে। তার পিতার নাম  মৃত আদম সরদার, সাং-পশ্চিম কোটা, ওয়ার্ড নং-০৯, ইউপিঃ কায়বা, থানাঃ শার্শা, জেলা-যশোর।

শার্শা থানা সূত্রে জানা গেছে,২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে র‍্যাব-৬ (সাতক্ষীরা কোম্পানী)’র টহল দলের নিকট গোপণ তথ্য আসে শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামস্থ রাইস মিল মোড় এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হইতেছে, খবর পেয়ে র‍্যাব-৬ এর টহল দলটি সেখানে অভিযান চালিয়ে আসামী ইসমাইল সরদারের বাড়ীর উঠান থেকে ১৮৫০ পিস ইয়াবা,০৩টি মোবাইল হ্যান্ড ফোন ও নগদ ১৭৫০০(সতেরো হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে,

ঐ সময় আসামী ইসমাইল পালাবার চেষ্টা করলে র‍্যাব-৬ এর সদস্যরা তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামী ইসমাইল সরদার কে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করে র‍্যাব-৬ (সাতক্ষীরা কোম্পানী)।


Post a Comment

0 Comments