Header Ads Widget

যশোরের ঝিকরগাছা থানাধীন অভিযান চালিয়ে এক লক্ষ বিশ হাজার টাকার গাঁজাসহ আটক ৪

 


যশোরের ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

অভিযান

রবিবার ২৬/০৯/২০২১তারিখে (ডিবি) পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব শাহিনুর রহমান, এসআই শামীম হোসেন এএসআই আজহারুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ঝিকরগাছা থানাধীন গদখালী বাজারস্থ রহিদ সরদার মার্কেটের সামনে যশোর বেনাপোল মহাসড়কের উপর হতে গাঁজাসহ তাদেরকে আটক করে৷

আটককৃত হলো

(১) হাবিবউল্লাহ (২১), পিতা- সাহেব আলী,নতুনপাড়া নারায়নপুর, (২) সম্রাট (২৫), পিতা-দেলোয়ার হোসেন,  মানকী, (৩) শাহীন (৩৩), পিতা-রহমত আলী,বোয়ালিয়া

(৪) মোহাম্মদ আলী (৫০), পিতামৃত- পিতামৃত- আঃ হক, চাচঁড়া ৷

এ সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হবে ৷

Post a Comment

0 Comments