Header Ads Widget

বৃহস্পতিবার স্কুলে ফিরেছে ফ্রান্সের ১ কোটি ২০ লাখ শিশু


নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার করোনা মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার স্কুলে ফিরেছে ফ্রান্সের কোটি ২০ লাখ শিশু।

করোনার বিস্তার রোধে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম করা হয়েছে দেশটির স্কুলগুলোতে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এদিন দেশটির দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরের একটি স্কুল পরিদর্শন করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ম্যাক্রোঁ বলেন, করোনা মহামারির মধ্যেই শিশুদের যতটা সম্ভব স্বাভাবিকভাবে স্কুলে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। স্কুলে শিশুদের বারবার হাত ধোয়া আর শ্রেণিকক্ষগুলো নিয়মিত জীবাণুমক্ত করা হবে


সম্প্রতি ফ্রান্সের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। তবে শিশুরা স্কুলে ফেরার পর করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে, ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। ব্যাপারে ইচ্ছুক শিক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষই টিকা দেয়ার ব্যবস্থা করবে। তবে ১২ থেকে ১৬ বছর বয়সীদের টিকা নিতে মা কিংবা বাবার অনুমতি লাগবে
শেয়ার করুন। 

Post a Comment

0 Comments