Header Ads Widget

বেনাপোল ভবেরবেড় গ্রামথেকে ৩০গ্রাম হেরোইন ও ৭০পিস ইয়াবাসহ আটক ১

 


বেনাপোল ২৪ নিউজঃ

বেনাপোল ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবাসহ আটক করছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার ৩০/৯/২০২১ তারিখে ৮টা ২৫ মিনিটে      জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিকনির্দেশনায় ওসি ডিবি যশোরের তত্ত্বাবধানে এসআই ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই ইমদাদুল হক, এএসআই রঞ্জন কুমার বসু গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল ভবেরবেড় এলাকায় অভিযান পরিচালনা করে ৷

জনৈক নেদু মিয়ার ভাড়া দেওয়া মনুর টিনের বসতঘরের ভিতর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মশিয়ার রহমান (৩২),পিতামৃত-আঃ হক ৷

৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন ও ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।জেলা গোয়েন্দা শাখা (ডিবি)৷

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩,২১,০০০/= (তিন লক্ষ একুশ হাজার) টাকা।উল্লেখ্য যে, তার বিরুদ্ধে ইতোপূর্বে আরো ৫ টা মাদক মামলা রয়েছে। 

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে ৷


Post a Comment

0 Comments