বেনাপোল ২৪ নিউজ
ঝিকরগাছা থানাধীন অভিযান পরিচালনা করে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
১২/১০/২০২১ মঙ্গলবার সকাল ৯ টা৫ মিনিটে১১০বোতল ভারতীয় ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি প্লাটিনা মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন , তাদেরকে৷
ডিবির এসআই শাহিনুর রহমান, এএসআই এসএম ফুরকান খান, এএসআই আশরাফুল ইসলাম গনের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ঝিকরগাছা থানা মল্লিকপুর গুচ্ছগ্রামস্থ জনৈক মফিজ এর বসতবাড়ীর সামনে ঝিকরগাছা টু যশোর মহাসড়কের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ মনিরুল ইসলাম (৪৮), পিতামৃত- অজেদ আলী মন্ডল, ধান্যতারা (২) মোঃ সুমন (২৫), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, কলারোয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী ২ দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)৷
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,২০,০০০/= (দুই লক্ষ বিশ হাজার) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করেতাদেরকে আদালতে পাটানো হবে৷
0 Comments