Header Ads Widget

যশোরের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক৷

 


বেনাপোল ২৪ নিউজ

 কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মডেল থানাধীন পুলেরহাট বাজার বাজারস্থ কলেজ মোল্লা এর একতলা মার্কেটের মধ্যে করিডোরে জয়ের সেলুনের সামনে হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর ৷


8/১০/২০২১ সোমবার ৫টা ২০ মিনিটে যশোরের 

 সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার বিপিএম (বার) পিপিএম মহোদয়ের দিকনির্দেশ : নীলনায় ওসি ডিবি যশোরের তত্ত্বাবধানে ডিবির এসআই সোলাইমান আক্কাস, এসআই লিটন কুমার মন্ডল, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া তাকে আটকরে


 চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মিজানুর রহমান (১৯), পিতামৃত- ছাত্তার সরদার, কোতোয়ালি,থানা এলেকা 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৬,০০০/= (ছত্রিশ হাজার) টাকা।


এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে ৷

Post a Comment

0 Comments