বেনাপোল২৪নিউজ ডটকম
যশোরের ঝিকরগাছা থানা এলাকায় সফল অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)৷
শনিবার (৩০ অক্টোবর ২০২১ খ্রিঃ) ৫টা পাঁচ মিনিটে ডিবি যশোরের এসআই মোঃ আরিফুল ইসলাম, এসআই মোঃ রইচ আহমেদদ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া তাদেরকে আটক করে ৷
ঝিকরগাছা থানাধীন ছুটিপুর গ্রামস্থ জামতলা মোড় টু ব্যাংদা গামী রোডের জনৈক গোলাম হোসেন এর বসতবাড়ীর সামনে থেকে ৫০বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক করে ,যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)৷
(১) মোঃ আকাশ হোসেন (২০), পিতা- মোঃ দাউদ হোসেন, সাং-বিষহরি, (২) মোঃ ইয়াছিন হোসেন (১৯), পিতা-মোঃ ইসমাইল ইসলাম, সাং-শান্তিনগর, উভয়থানা৷
উদ্ধারকৃত আলামতের মূল্য ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা।
এ সংক্রান্তে এসআই মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।
0 Comments