Header Ads Widget

শার্শা থানাধীন ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

 



বেনাপোল২৪নিউজ

যশোরের শার্শায় ১০০ বোতল  ভারতীয় ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ মিলন হোসেন বুড়ো (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ। 

শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বসতপুর গ্রামস্থ গোগা টু সাতমাইল গামী রোড এলাকা থেকে তাকে আটক করে 

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা।

আটক মিলন বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আলাউদ্দিন আলার ছেলে। 

পুলিশ জানায়, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান পাচার করছে, এমন গোপন সংবাদে, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের 

এএসআই ফিরোজ হোসেন অফিসার ফোর্স নিয়ে বসতপুর গ্রামস্থ গোগা টু সাতমাইল গামী রোডে অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি ইজিবাইক ডাক্তার রফিকুল ইসলামের সেবা হোমিও হলের সামন আসলে সেটি আটক করা হয়। পরে ওই ইজিবাইক থেকে  ১০০ বোতল ফেনসিডিল সহ মিলনকে আটক করা হয়। 

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এ বিষয় শার্শা থানায় একটি মাদক মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে৷

Post a Comment

0 Comments