Header Ads Widget

শার্শা থানাধীন ০৩টি সফল অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক ৷



বেনাপোল ২৪নিউজঃ

যশোরের শার্শা থানাধীন ০৩টি সফল অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)যশোর ৷

অভিযান-০১ঃ

শনিবার (১৩ নভেম্বর ২১খ্রিঃ) ডিবি যশোরের পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ শাহিনুর রহমান, এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ, এএসআই (নিঃ)ইপি সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিকাল৪:০০ ঘটিকায় শার্শা থানাধীন নাভারন টু বেনাপোল গামী মহাসড়কের নাভারন কলেজের গেইটের সামনে থেকে চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী (১) মোছাঃ রহিলা খাতুন (৫৫), স্বামী-মোঃ ছবদার আলী মোড়ল, পুটখালী, ১০ (দশ) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক  করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যর মূল্য ২০,০০০/= টাকা। 

অভিযান-০২ঃ

উল্লেখিত টিম পুনরায় অভিযান পরিচালনা করে ৭:০৫ মিনিটে শার্শা থানাধীন নাভারন বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের উত্তর পার্শ্বে আব্দুস সোবহান, চায়ের দোকানের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ মুনসুর আলী (৩৩), পিতামৃত- মনিরুজ্জামান,বাগুড়ী মাঠপাড়া, (২) মোঃ বাবু হোসেন (৩১), পিতামৃত ল- রুস্তম আলী, রাড়ীপুকুর মাঠপাড়া উভয়কে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

 উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬০,০০০/- টাকা। 

অভিযান-০৩ঃ

উল্লেখিত টিম পুনরায় অভিযান পরিচালনা করে ৮টা:৪৫ মিনিটে যশোর শার্শা থানাধীন রাড়ীপুকুর সাকিনস্থ ময়নার বটতলা টু রাড়ীপুকুর গামী রোডের তিন রাস্তার মোড়ের এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আমজেদ সরদার (৪৬), পিতা-পঞ্চাই সরদার, রাড়ীপুকুর ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪৫,০০০/- টাকা। 

এ সংক্রান্তে উভয়কে মামলা রুজি করে তাদেরকে আদালতে পাঠানো হবে ৷

Post a Comment

0 Comments