বেনাপোল ২৪নিউজঃ
বেনাপোল বারোপোতা গ্রাম থেকে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বেনাপোল পোর্ট থানার পুলিশ I
শুক্রবার ১৯/১১/২০২১ তারিখ দুপুর ০১:৪৫ মিনিটে বেনাপোল পোর্ট থানা দিন কদমতলা বারোপোতা থেকে
এসআই(নিঃ) মোঃ মাসুম বিল্লাহ, এএসআই মোঃ মুরাদ শেখ একটি চৌকস টিম বারোপোতা গ্রামে জনৈক মোঃ সাইদুর এর চায়ের দোকানের সামনে থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে৷
আসামী মোঃ আলামিন(২৪), পিতা-মোঃ আব্দুস সালাম, গ্রাম-দক্ষিণ বারপোতা,
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ মামুন খান জানান এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে ।
0 Comments