বেনাপোল ২৪ নিউজ ডটকম
বেনাপোল পাটবাড়ী এলাকা থেকে ৩০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন বেনাপোল র্পোট থানার পুলিশ ।
o২/১১/২০২১ মঙ্গলবার ৬টা৩০মিনিটে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ,বেনাপোল পাটবাড়ী গ্রামস্থ পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেন৷
আসামী শ্রী লিটন সাহা (৩০), পিতা-শ্রী অজিৎ সাহা, হোগলাডাঙ্গা, থানা-মনিরামপুর এর নিকট হতে ৩০১ (তিনশত এক) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ৷
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা তাকে আদালতে পাঠানো হবে৷
0 Comments