বেনাপোল ২৪নিউজঃ
বেনাপোল বারোপোতা গ্রামথেকে ২১বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ৷
১২/১১/২০২১ শুক্রবার ৭টা৪০মিনিটে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান ও এএসআই(নিঃ) শিকদার মাসুম পারভেজ, এএসআই(নিঃ) মোঃ মুরাদ শেখ একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামথেকে আসামী মোঃ ইয়ার আলী এর বসত বাড়ীর নিচতলার পশ্চিম পাশের রুমের মধ্যে হতে ২১বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে৷
মোঃ ইয়ার আলী (৪৫), পিতা-মৃত ওমর আলী,দক্ষিণ বারপোতা ।
এই বিষয় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ মামুন খান জানান এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হবে।
0 Comments