বেনাপোল২৪নিউজ
বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর বসতবাড়ি থেকে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ৷
শনিবার o৬/১১/২০২১তারিং ০৯:১০মিনিটে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল গাজীপুর অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী কে o২ কেজি গাঁজাসহ তারনিজ বাড়ি হতে তাকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ৷
আসামী মোছাঃ সুফিয়া খাতুন (৪৫),স্বামী-মোঃ আকবার হোসেন,তারা গাজীপুর গ্রামের বাসিন্দা ৷
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হবে ৷
0 Comments