বেনাপোল ২৪ নিউজ
যশোরের শার্শা সফল অভিযানে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর ৷
শনিবার (১১ ডিসেম্বর ২১খ্রিঃ) ডিবি যশোরের পুলিশ পরিদর্শক (নিঃ)শেখ শাহিনুর রহমান, এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হক, এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসু একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৪:৩০ মিনিটে শার্শা থানাধীন হরিশচন্দ্রপুর সাকিনস্থ জনৈক আহম্মদ আলীর বসত বাড়ির আঙ্গিনা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ আসাদুজ্জামান (২৫), পিতা-মোঃ কিতাব আলী, সাং-কালিয়ানী, (২) মোঃ সাইদুর রহমান (২২), পিতা- আহম্মদ আলী, সাং-অগ্রভুলট, উভয়থানা-শার্শা,থানা ৭০ (সত্তর) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য মূল্য ১,৪০,০০০/- টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ ইমদাদুল হক বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
0 Comments