Header Ads Widget

বেনাপোলে সফল অভিযানের ৯৭ বোতল ফেন্সিডিল ও সরঞ্জাম উদ্ধার ৷

 


বেনাপোল ২৪ নিউজ

বেনাপোলে সফল অভিযানের ৯৭ বোতল ফেন্সিডিল ৩২৮ বোতল খালি ফেন্সিডিলের বোতল,০৫ (পাঁচ) লিটার তরল পর্দাথ,০১ টি sinamin Chlorpheniramine Maleate USP. 100 ML. সিরাজ,০১ টি কসটেপ,চিনি ১ কেঃ জিঃ ৷

 সহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বেনাপোল পোর্ট থানার পুলিশ ৷

২০/১২/২০২১ তারিখ ৭টা৩০মিনিটে 

 বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ,জনাব মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান, এএসআই সিকদার মাসুম পারভেজ সঙ্গীয় ফোর্সসহ I বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ মেয়র মার্কেটের পূর্ব পাশে গোলাপ মোর্শেদ এর তিন তলা বাড়ীর নিচ তলার দক্ষিন পাশের ফ্লাটে মধ্যে হতে উদ্ধার করেন ৷

আসামী মোঃ মনিরুজ্জামান কালু (২৫), পিতা-মোঃ আব্দুর রহিম সরদার, মাতা-মোছাঃ সাহিদা খাতুন গ্রাম-সাদিপুর এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে I

Post a Comment

0 Comments