Header Ads Widget

যশোরের সফল অভিযানে আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল ও ০৩ টা বার্মিজ চাকুসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ৪ ৷

 




শনিবার (১৮ ডিসেম্বর ২১ খ্রিঃ) ওসি ডিবি, যশোর জনাব রুপণ কুমার সরকার পিপিএম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব শেখ শাহিনুর রহমান, এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেন, এএসআই আমিরুল ইসলাম,

এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫:১৫ মিনিটে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন উত্তর কাগজপুকুর টু বুশতলাগামী পাঁকা রাস্তার উপর (জনৈক আব্দুল এর ধানী জমির উত্তর পার্শ্বে) হতে শীর্ষ সন্ত্রাসী (১) কামরুজ্জামান(২৩), (২) হাদিউজ্জামান (২০), ইসরাফিল হোসেন ফারহান (২০) দের ০৩ (তিন) টা বার্মিজ চাকু ও (৪) নূরনবী (২২) কে একটি আগ্নেয়াস্ত্র বিদেশি সচল পিস্তল উদ্ধারসহ গ্রেফতার করেন। এ সংক্রান্ত বেনাপোল পোর্ট থানার মামলা নং- ১৬, তাং- ১৮/১২/২১ খ্রিঃ, ধারা- দ্যা আর্মস্ এ্যাক্টস, 1878 সনের 19A/19(f) রুজু হয়েছে। 


গ্রেফতারকৃত আসামীরা সন্ত্রাসীমূলক কার্যক্রম করার জন্যে আগ্নেয়াস্ত্র বিদেশি সচল পিস্তল ও চাকু রেখেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। 


গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ 

(১) কামরুজ্জামান (২৩), (২) হাদিউজ্জামান (২০), উভয়পিতা- বাবু, (৩) ইসরাফিল হোসেন ফারহান (২০), পিতা- আনোয়ার হোসেন,পান্থপাড়া, (৪) নূরনবী (২২), পিতামৃত- আজগর আলী,  বড় আঁচড়া, সর্বজেলা- যশোর। 


উদ্ধারকৃত আলামতঃ

(১) ০১ (এক) টা সচল পিস্তল। 

(২) ০৩ (তিন) টা বার্মিজ চাকু।


"বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,

সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ ”।


ধন্যবাদান্তে-

পুলিশ সুপার, যশোর এর পক্ষে 


Post a Comment

0 Comments