(শাফায়েত সবুজ)
বেনাপোল সফল অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক ১ করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৷
সোমবার (১০/০১/ ২০২২ খ্রিঃ)
এসআই শফি আহমেদ রিয়েল, এসআই মোঃ রইচ আহমেদ, এএসআই আজাহারুল ইসলামগনের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০:৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া দক্ষিণপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ আবু তালেব খোকন এর আধা পাকা বসতবাড়ীর গোয়াল ঘরের ভিতর হতে ১০ (দশ) কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে ৷
(১) মোঃ আবু তালেব খোকন (৪০), পিতা- কদম আলী মানকিয়া দক্ষিণপাড়া,
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,০০,০০০/= টাকা।
এ সংক্রান্ত একটি মাদক মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে I
0 Comments