Header Ads Widget

র‌্যাব-৬, যশোর কর্তৃক যশোর জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ প্রসঙ্গে।*



(শাফায়েত সবুজ)

ঘটনার বিবরণঃ গত ইং ১২/০১/২২ খ্রিঃ তারিখ ২১০০- ২৩.৩০  ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর  ক্যাম্প কর্তৃক শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও  সিপিসি-৩, যশোর  ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান যশোর জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের শীত লাঘবের জন্য তাদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করেন।



 র‌্যাব প্রতিষ্ঠার পর হতে  অদ্যবধি দেশের মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করাসহ সাধারণ অসহায় মানুষের দুঃখ লাঘবের জন্য র‌্যাব সবসময় দরিদ্র মানুষের পাশে আছে ও থাকবে । 

সিপিসি-৩, যশোর  ক্যাম্পের কোম্পানী কমান্ডার আরো বলেন, যাদের সার্মথ্য তাদের তাদের প্রত্যেকেরই উচিত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাড়ানো



Post a Comment

0 Comments