Header Ads Widget

বেনাপোল পোর্ট থানাধীন মিলন হত্যা মামলার রহস্য উন্মোচন-আসামী হিরো গ্রেফতার I



বেনাপোল ২৪ নিউজ:

(শাফায়েত সবুজ)

 বেনাপোল পোর্ট থানাধীন রেলস্টেশন এলাকায় ক্লুলেস মিলন হত্যা মামলার রহস্য উন্মোচন-আসামী ছিনতাইকারী হিরো গ্রেফতার ও আলামত উদ্ধার।


গত ২৯/০৮/২০২১ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় মিলন হোসেন (৪০)চুড়ামনকাটি নিজ বাড়ির দলিল নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি হতে বাহির হয়ে যায়। দু’ই দিন অতিবাহিত হলেও মিলন হোসেন বাড়িতে ফিরে আসে নাই। গত ইং ৩১/০৮/২০২১ তারিখ রাত অনুমান ০৬.৪৫ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ বেনাপোল রেলস্টেশনের ১০০ গজ পূর্বে রেল কর্মচারীর পরিত্যক্ত ভবনের সামনে হতে মিলন হোসেন এর মৃতদেহ উদ্ধার হয়। উক্ত ঘটনা সংক্রান্তে নিহত মিলন হোসেন এর পুত্র মোঃ বিপ্লব হোসেন (১৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা করে ৷

 তারিখ-০১/০৯/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ) ডি এম নূর জামাল হোসেন এর উপর অর্পণ করেন। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) ডি এম নূর জামাল হোসেন, সঙ্গীয় এসআই (নিঃ)/ স্নেহাশিস দাশ, এসআই (নিঃ) গোলাম আলী ও এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সহ যশোর জেলার চৌকস দল গত ৩১-১২-২০২১ খ্রিঃ রাত অনুমন ১০.৩০ ঘটিকার সময় অভিযুক্ত মোঃ হিরো(২৪), পিতা-মৃত তোতা মিয়া, গ্রাম-ভবেরবেড় পশ্চিমপাড়া, এ/পি সাং-পোড়াবাড়ী, নারায়নপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে নড়াইল জেলার কালিয়া থানাধীন পূর্ব মাধবপাশা গ্রামে অভিযুক্তের শ্বশুর বাড়ী জনৈক হান্নান শেখ এর বসত বাড়ী থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত হিরো’র দেখানো মতে ঘটনার দিন মৃত মিলন হোসেন এর সাথে থাকা একটি সাদা প্লাষ্টিকের ব্যাগ (যাতে ভিকটিমের পরনের কাপড়, ভিকটিমের ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি, দলিল এর ফটোকপি ও ভিকটিমের এনআইডি কার্ডের একটি ফটোকপি) উদ্ধার করা হয়।   


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত হিরোসহ তার অন্যান্য সহযোগীরা ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধের সহিত জড়িত এবং মাদকাসক্ত। গভীররাতে বেনাপোল পোর্ট থানাধীন রেলষ্টেশন এলাকায় আগত লোকজনদের নিকট থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়াই তাদের পেশা। অভিযুক্ত হিরো ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলের আশেপাশে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে মিলন হোসেন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত হিরো ও তার সহযোগীরা ভিকটিমকে ছুরিকাঘাত পূর্বক হত্যা করে ভিকটিমের সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। অভিযুক্ত হিরো ঘটনার পর থেকে পলাতক ছিল। সে দীর্ঘদিন পর তার শ্বশুরবাড়ী নড়াইল জেলার মাধবপাশা গ্রামে আসলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা পূর্বক তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক বেনাপোল পোর্ট থানাধীন মাছ বাজারস্থ অভিযুক্তের নিজ ভাংড়ীর দোকান থেকে তার দেখানো মতে মৃত মিলন হোসেন এর ঘটনার দিন সাথে থাকা একটি সাদা প্লাষ্টিকের ব্যাগ (যাতে ভিকটিমের পরনের কাপড়, ভিকটিমের ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি, দলিল এর ফটোকপি ও ভিকটিমের এনআইডি কার্ডের একটি ফটোকপি) উদ্ধার পূর্বক জব্দতালিকা মতে জব্দ করা হয়।  অভিযুক্ত হিরো’কে অদ্য ০১/০১/২০২২ খ্রিঃ জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যশোর আদালতে সোপর্দ করলে সে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।

Post a Comment

0 Comments