(শাফায়েত সবুজ)
অভিযান-১ঃ
সোমবার (১৮ জুলাই ২২ খ্রিঃ) ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান, এএসআই আশরাফুল ইসলামদ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫:০৫ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন মনিহার এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) গিয়াস উদ্দিন (৪৮), পিতামৃত- জালাল উদ্দিন, বারোপোতা (২) আমিনুর ইসলাম (৩২), পিতা- লুৎফর রহমান, (৩) ফয়সাল মাহমুদ (২৪), পিতা- সাহাজুল ইসলাম, উভয়সাং- সাতগাতী, সর্বসাং- যশোরদের ১০০ (একশত) বোতল ফেনসিডিল ও একটা প্রাইভেটকার উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৭,০০,০০০/= (সাত লক্ষ) টাকা।
অভিযান-২ঃ
সোমবার (১৮ জুলাই ২২ খ্রিঃ) ডিবি যশোরের এসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই আমিরুল ইসলাম, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই আজহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫:২৫ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন তেতুলতলা এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) ময়না (৪০), স্বামী- নুরুজ্জামান বকুল, তেতুলতলা, (২) ফাতেমা (২৪), স্বামী- সাগর আহমেদ, শংকরপুর, উভয়থানা- কোতোয়ালি,২০ (বিশ) বোতল ফেনসিডিল ও ০১ (এক) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৭০,০০০/= (সত্তর হাজার) টাকা।
অভিযান-৩ঃ
সোমবার (১৮ জুলাই ২২ খ্রিঃ) ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫:৪৫ ঘটিকায় মনিরামপুর থানাধীন সাতগাতী এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) হাসিবুল ইসলাম (২০), পিতা- আতিয়ার মোড়ল, আম্রুঝোটা, (২) গোলাম রব্বানী (১৯), পিতা- সোহেল গাজী, (৩) হাসানুল বান্না (২৫), পিতা- আমজাদ হোসেন, উভয় সাতগাতী, থানা- মনিরামপুর, ০১ (এক) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৫,০০০/= (পয়ত্রিশ হাজার) টাকা।
সংশ্লিষ্ট ঘটনায় সংশ্লিষ্ট থানায় তিনটা নিয়মিত মামলা রুজু হয়েছে।
0 Comments