Header Ads Widget

যশোরের ঝিকরগাছা একটি মাদক বিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবা, ৫৫ বোতল ফেনসিডিল ও ০১ কেজি গাঁজাসহ আটক-০২।

 


মোঃ শাফায়েত (সবুজ)

শনিবার (২৩ জুলাই ২০২২ খ্রিঃ) ডিবি যশোরের এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা 

 মনোহরপুর পশ্চিমপাড়া গ্রামস্থ ওলিয়ার রহমান, পিতা-ইমদাদুল হক এর বসতবাড়ি হইতে আসামী ১। মোছাঃ মনোয়ারা বেগম @ মঞ্জুয়ারা @ ভাবি (৪৫), স্বামী- মোঃ ওলিয়ার রহমান, ২। মোঃ মানোয়ার হোসেন @ মনোয়ার (২৮), পিতা- মোঃ ওলিয়ার রহমান, উভয় মনোহরপুর পশ্চিম পাড়া, ১০০ পিচ ইয়াবা, ৫৫ বোতল ফেনসিডিল এবং ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান ১,৮০,০০০/-টাকা।


উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ০১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৬ টা মাদক মামলা ও ০২নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৮ টা মাদক মামলা রয়েছে। 

 

এ সংক্রান্তে এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন

Post a Comment

0 Comments