Header Ads Widget

শার্শার সীমান্তের রুদ্রপুর গ্রামে থেকে ১০পিস সোনারবার সহ আটক ১৷

 


মোঃ শাফায়েত (সবুজ) বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শার সীমান্তের রুদ্রপুর গ্রামে সারের ব্যাগ থেকে ১০পিস সোনারবার সহ সাকিব হোসেন (১৯) নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক সাকিব গোগা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রুদ্রপুর গ্রামের আজগরের আমবাগান থেকে স্বর্নের বারসহ পাচারকারী সাকিবকে আটক করা হয়।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, পুজার সময় পাশের দেশ ভারতে স্বর্ণের ডিমান্ড ও চাহিদা বেশি থাকায় সীমান্ত দিয়ে স্বর্ণের চালান বেশি পাচার হয়ে থাকে। বিএসবির (গোয়েন্দা) গোপন তথ্যে খবর পেয়ে রুদ্রপুর গ্রামের আজগরের আমবাগান অভিযান চালিয়ে সাকিব নামে এক স্বর্ন পাচারকারীকে একটি সারের ব্যাগসহ আটক করা হয়। পরে সাকিবকে ক্যাম্পে নিয়ে সারের প্যাকেটের ভিতর তল্লাশি করে ১০ পিস সোনার বার পাওয়া যায়।


এ সময় পাচারকারী স্বীকার করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে সারের ব্যাগের মধ্যে লুকিয়ে সোনারবারগুলো ভারতে পাচার করার জন্য সীমান্তের দিকে যাচ্ছিল এবং এই স্বর্ণগুলো রুদ্রপুর গ্রামের সালামের মোড় নামক জায়গা থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন। যার ওজন ১ কেজি ২৩৩ গ্রাম। এবং বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।


তিনি আরও জানান, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান রোধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। গডফাদারসহ পাচারকারীদের আটক করতে সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আশা করছি অতি দ্রæত সীমান্ত দিয়ে চোরাচালান শুন্যেও কোঠায় নামিয়ে আনবো।

Post a Comment

0 Comments