Header Ads Widget

বেনাপোল পৃথক দুটি অভিযানে ৩০১ পিচ ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজাসহ আটক ০২।

 


 ০৬/০৯/২০২২খ্রিঃ  ০৪.২৫ সময় অত্র থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান জিয়া(৩৭), পিতা-নুর মোহম্মাদ,বড় আচড়া এবং একই দিন o৫.৪৫ সময় বেনাপোল পোর্ট থানাধীন রেল ষ্টেশনের পার্শ্বে আসলাম এর খাবার হোটেলের সামনে কাঁচা রাস্তার উপর হতে ৩০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মনা(৩৬), পিতা-শফিক গাজী, ছোট আঁচড়া, উভয় থানা-বেনাপোল পোর্ট, 


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। 


আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে আদারতে পাঠানো হবে৷

Post a Comment

0 Comments