Header Ads Widget

শার্শার অগ্রভূলট সীমান্ত থেকে ৬৩ পিচ স্বর্ণের বারসহ আটক ১ ।




শার্শার অগ্রভূলট সীমান্ত থেকে ৬৩ পিচ স্বর্ণের বারসহ আটক ১ ।

মোঃ শাফায়েত সবুজ উপজেলা করেসপন্ডেন্ট

বেনাপোল (যশোর): শার্শা  সীমান্ত থেকে  ৭ কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩ পিচ স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা। 


মঙ্গলবার (১৭ জানুয়ারি)  বিকেলে শার্শার অগ্রভূলট সীমান্ত থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। 


আটককৃত আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বারোপুতা গ্রামের মৃত সমসের আলী।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জাননা, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি  বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য মোটরসাইকেল যোগে অগ্রভূলাট সীমান্ত দিয়ে যাবে। এমনম সংবাদের ভিত্তিতে অগ্রভূলট সীমান্তে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহিকে গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেল তল্লাশি করে চেচিজের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭ কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়।  উদ্ধারকৃত স্বর্ণের ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯০ লাখ টাকা। এছাড়া আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান। 


উল্লেখ্য গত এক বছরে এ সীমান্ত থেকে ২১ টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। এসময় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ২১ জনকে আটক করা হয়। এছাড়া এ ৫৭ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা। 


 বাংলাদেশ সময়ঃ১৭০০ঘন্টা,(১৭জানুয়ারি) ২০২৩

প্রতিবেদক: শাফায়েত (সবুজ)

ফোন:০১৯২০৭৫৬০০৭

Post a Comment

0 Comments