Header Ads Widget

যশোরের রাজারহাট থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

 


যশোরের রাজারহাট থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

মোঃ শাফায়েত (সবুজ) বেনাপোল প্রতিনিধিঃ 

যশোরের রাজারহাট এলাকা থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। এই ঘটনায় যশোর কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮ কেজি ৯৭৪ গ্রাম।যার বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। 


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ) দুপুরে নওয়াপাড়া-যশোর সড়কের রাজারহাট থেকে ঢাকা মেট্রো-গ-৩৫-১৫৭৭ নম্বরের একটি প্রাইভেট কার থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের রাজারহাট সীমান্ত দিয়ে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে  যশোর-নওয়াপাড়া সড়কের রাজারহাট এলাকায় একটি প্রাইভেটকারকে গতিরোধ করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রী ও চালক পালিয়ে যায়। পরে ওই কারে লুকিয়ে রাখা ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


অধিনায়করা জানান, পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে।


বিজিবির ওই কর্মকর্তারা আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়াও উদ্ধার হওয়া স্বর্ণ যশোর কতোয়ালি থানার মাধ্যমে ট্রেজারি শাখায় জমা করা হবে।

Post a Comment

0 Comments