শার্শার পাঁচভূলাট সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ৷
মোঃ শাফায়েত (সবুজ)
ভারতে পাচারের সময় যশোরের শার্শার পাঁচ ভূলাট সীমান্ত থেকে ৯৩২ গ্রাম ওজনের ৮ পিচ স্বর্ণ ও একটি মোটরসাইকেল আটক করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৫ফেব্রুয়ারী) দুপুর ১টার সময় শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত এলাকা থেকে এ চালান আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালন ভারতে পাচারের উদ্দেশ্যে শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহিকে গতিরোধ করতে বলা হয়। এসময় পাচারকারী স্বর্ণের ব্যাগ ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগের মধ্যে থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৩২ গ্রাম ওজনের ৮ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৩ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় হস্তান্তর করা হবে। এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্রেরকঃ মোঃ শাফায়েত (সবুজ)
বেনাপোল যশোর
তারিখঃ ১৫-০২-২০২৩
মোবাইলঃ ০১৯২০৭৫৬০০৭
0 Comments